International
শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া, বলছে অস্ট্রিয়া
স্থানীয় সময় শনিবার থেকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। এমনটি বলছে অস্ট্রিয়া।
এর ফলে ইউরোপে মস্কোর গ্যাস প্রবাহের দ্রুত সমাপ্তির ইঙ্গিত মিলছে। খবর রয়টার্সের
এই স্থগিতাদেশের পর রাশিয়া এখন কেবলমাত্র হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সরবরাহ করবে বলে ধারণা করা হচ্ছে।
চেকস্লোভাকিয়ায় সোভিয়েত আক্রমণের কয়েক মাস আগে ১৯৬৮ সালে যখন ইউএসএসআর একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল তখন অস্ট্রিয়া ছিল প্রথম পশ্চিম ইউরোপীয় দেশ যারা রাশিয়ান গ্যাস কিনেছিল।