শনির আখড়ায় পুলিশের সাথে তীব্র সংঘর্ষ, স্থানীয়রাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছে
নিকটবর্তী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কয়েকটি বুথ এবং একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের প্রতিবেদকরা।
রাজধানীর শনির আখড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছে স্থানীয়রা, পুলিশের সাথে তাদের তীব্র সংঘর্ষ হচ্ছে।
নিকটবর্তী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কয়েকটি বুথ, মোটরসাইকেল এবং একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের প্রতিবেদকরা।
এসময় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অনেকেই আহত হয়েছেন। তবে এপর্যন্ত কতজন আহত হয়েছেন- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে কোটা আন্দোলনকারী ও স্থানীয়রা টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করেন।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, তাঁদের একটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে।
এবিষয়ে আরও জানতে, ডিএমপির ওয়ারী জোনের ডিসি ইকবাল হোসেনকে টিবিএসের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও – তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।