Bangladesh

শরিক ও মিত্রদের ছেড়ে দেয়া আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শরিক ও মিত্রদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে। আজ রোববার বিকাল ৪টার মধ্যে নৌকার প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি। আজ দুপুর ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন দেয়ার কথা বলেছি। তবে তাদের চাওয়া অনেক বেশি থাকতে পারে। কিন্তু আমাদেরও দেয়ার সামর্থ্য থাকতে হবে। শরিক ও জাতীয় পার্টিকে কয়টি আসন ছাড় দেবে আ.লীগ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানার জন্য আপনাদের বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় না তারা নির্বাচন থেকে সরে যাবে। 
এদিকে দলীয় সূত্রে জানা গেছে শরিক ও মিত্রদের ৩৭ টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button