শি ‘স্বৈরশাসক নন’, বললেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী
চীনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সফর শেষ হওয়ার পরদিনই প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিং-কে ‘স্বৈরশাসক’ বলে বসেন।
<img width="446" height="316" src="https://lh5.googleusercontent.com/eQ_mi1WZal0M06csIE2nYrFzGSHiM2ZWYtPcqLyp1BHHvj1Tucy9kk1-57SBJKefclm-wn3zzTJE3y1D59i9x77GBn8twTGyU-dNh5ENqX6bBOFCAC3vigxRChbMEnUCP1iO8aujiDz_b9hUsjxlBg" alt="<div class="paragraphs"><p>নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। ছবি: রয়টার্স</p>
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, চীনের শি জিনপিংকে স্বৈরশাসক বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের সঙ্গে একমত নন তিনি।
আগামী রোববার ৬ দিনের সফরে হিপকিন্সের চীন যাওয়ার কথা রয়েছে, তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বাইডেনের বক্তব্যের সঙ্গে তার দ্বিমতের কথা জানান।
“না, চীনে কী ধরনের সরকার থাকবে, তা চীনের জনগণের বিষয়,” শি স্বৈরশাসক কিনা, সে বিষয়ক প্রশ্নের জবাবে হিপকিন্স সাংবাদিকদের এ কথা বলেন।
কী ধরনের সরকার থাকবে, এ বিষয়ে চীনের জনগণ কিছু বলতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “যদি তারা তাদের সরকার ব্যবস্থা বদলাতে চায়, সেটাও তাদের বিষয়।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউ জিল্যান্ডের অনেকগুলো বড় বড় কোম্পানির প্রতিনিধিসহ একটি বাণিজ্য দল নিয়ে চীন যাওয়ার কথা হিপকিন্সের; ৩০ জুন পর্যন্ত চলা এই সফরে তিনি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং ও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করবেন।
বাণিজ্য, তাইওয়ান, ইউক্রেইনসহ নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়া সন্দেহজনক একটি চীনা নজরদারি বেলুনকে গুলি করে ভূপাতিত করার ঘটনায় বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছায়।
চীন পরে এর কড়া প্রতিক্রিয়াও জানায়। বুধবার তারা বলে, বাইডেনের মন্তব্য ‘অযৌক্তিক ও উস্কানিমূলক’।
কঠোর অসন্তোষ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র মাও নিং বলেন, বাইডেনের মন্তব্য বাস্তবতা, কূটনৈতিক নীতি এবং চীনের রাজনৈতিক মর্যাদার গুরুতর লঙ্ঘন।“দুই দেশের মধ্যে যখন উত্তেজনা হ্রাসের চেষ্টা চলছে, সে সময় এই ধরনের মন্তব্য। এগুলোকে খোলাখুলি রাজনৈতিক উসকানি বলে,” বলেছেন তিনি।