শেষদিনেও উপেক্ষিত ইসির চিঠি, সাড়া দেয়নি বিএনপিসহ ৩৪ দল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত ভাবে নির্বাচনে অংশ নিলে তা জানাতে চিঠি দেয় নির্বাচন কমিশন(ইসি)।এক্ষেত্রে বিএনপি জোটের কোনো সাড়া না পেলেও। দশটি দল আবেদন দিলেও এদের মধ্যে নয়টি দল জোট হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এদের মধ্যে জাতীয় পার্টিও (রওশন এরশাদ) রয়েছে।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন। এর পরদিনই ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটগতভাবে ভোট অংশ নিতে চাইলে আবেদন জানাতে চিঠি দেয় সাংবিধানিক এ সংস্থাটি। শনিবার (১৮ নভেম্বর) চিঠি দেওয়ার সময় শেষে মোট দশটি দল ইসির আহ্বানে সাড়া দিয়েছে বলে জানা যায়।
নির্বাচন আয়োজনকারী সংস্থাটি নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে। এছাড়া বিএনপি’র সাবেক নেতাদেরর নিয়ে উজ্জীবিত দল তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। তবে প্রগতিশীল ইসলাসী জোটকে নিজেদের প্রতীক সোনালী আশ দিতে চায় দলটি।
এক দফাতে দাবীতে আন্দোলনরত বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলো জোট করবে কি-না, তা নিয়ে কিছু জানায়নি। জাপার দু’টো চিঠি এসেছে, জিএম কাদের বলেছে কার স্বাক্ষরে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছে তারা জোটে ভোট করবে, আমলে নেবেন কোনটা? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি)সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, এটা কমিশন দেখবে। কারণ দু’টো চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়। জাপার সাইনিং অথরিটি কে হবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নরমালি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি নরমালি হয়।
জিএম কাদের সাইনিং অথরিটি, তাহলে বিবেচনা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,-এটা কমিশন বলতে হবে। সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিস্ম্বের, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।