সংঘাতপূর্ণ অঞ্চল থেকে চোরাচালানকৃত খনিজ ব্যবহারের অভিযোগ অ্যাপলের বিরুদ্ধে
শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে চোরাচালান করা খনিজ ব্যবহারের অভিযোগ এনেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। এ অভিযোগে ফ্রান্স ও বেলজিয়ামের আদালতে ফৌজদারি মামলা করেছে দেশটি।
আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডিআর কঙ্গো সরকারের আইনজীবীরা এক বিবৃতিতে অভিযোগ করেন, দেশটির সংঘাতপূর্ণ অঞ্চল থেকে টিন, ট্যান্টালাম ও টাংস্টেন ধাতু সংগ্রহ করে তা আন্তর্জাতিক সাপ্লাই চেইনের মাধ্যমে চোরাচালান করা হচ্ছে এবং অ্যাপল সেগুলো কিনছে।
এই চোরাচালানের মাধ্যমে মিলিশিয়া ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো অর্থের যোগান পাচ্ছে, যা ‘সহিংসতা ও সংঘাতের একটি চক্র সৃষ্টি করেছে’। এই চক্র জোরপূর্বক শিশুশ্রম ও পরিবেশ ধ্বংসে অবদান রাখছে বলেও অভিযোগ করেন আইনজীবীরা।
অ্যাপল এসব অভিযোগ অস্বীকার করেছে।
মামলাটি এগিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে ফ্রান্স ও বেলজিয়ামের কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল খনিজের একটি বড় উৎস। এসব খনিজের বৈশ্বিক চাহিদা কয়েক দশক ধরে সেখানে যুদ্ধ ও সংঘাত উসকে দিচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ডিআর কঙ্গোর সরকারিভাবে নিবন্ধিত বৈধ খনি ও সশস্ত্র গোষ্ঠীদের পরিচালিত খনি থেকে সংগৃহীত খনিজ পার্শ্ববর্তী রুয়ান্ডায় চোরাচালান হয়। এসব খনিজ পরে মোবাইল ফোন ও কম্পিউটার তৈরিতে ব্যবহৃত হয়।
রুয়ান্ডা অ্যাপলের বিরুদ্ধে ডিআর কঙ্গোর এই আইনি ব্যবস্থাকে ‘মিডিয়া স্টান্ট’ বলে অভিহিত করেছে। তারা অ্যাপলের কাছে সংঘাতপূর্ণ অঞ্চলের খনিজ বিক্রির অভিযোগ অস্বীকার করেছে।