সংসদ থেকে এমপিদের বহিষ্কার ভারতজুড়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভ
সংসদের দু’কক্ষ থেকে বিরোধী সাংসদদের গণবহিষ্কারের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ করেছে ‘ইন্ডিয়া’ জোট। এ ছাড়া সরকারের ‘স্বৈরতান্ত্রিক আচরণের’ হাত থেকে গণতন্ত্র রক্ষার দাবিতে ইন্ডিয়া জোটের নেতারা দিনভর রাজধানী দিল্লির জন্তর মন্তরে ধরনায় বসেছিলেন। খবর এনডিটিভির।
ধরনামঞ্চ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, সংসদ থেকে ১৪৬ জন সদস্যের বহিষ্কার দেশের ৬০ কোটি মানুষের অপমান। এই সরকার এভাবে দেশের মানুষের কণ্ঠরোধ করছে। তারা গণমাধ্যমকে মুঠোয় পুরে নিয়েছে। দেশের সব সম্পদ আদানির হাতে তুলে দিচ্ছে।
ইন্ডিয়া জোটের পক্ষে এ বিক্ষোভ সভার আয়োজক ছিল প্রদেশ কংগ্রেস। আম আদমি পার্টির বিরুদ্ধেও এতদিন সবচেয়ে সরব ছিল দিল্লির প্রদেশ নেতৃত্ব। প্রদেশ নেতৃত্ব দিল্লির শাসক দলের সঙ্গে আসন সমঝোতারও বিরোধিতা করে এসেছে এতদিন।
শুক্রবার প্রথম দেখা গেল কংগ্রেস ও আম আদমি পার্টির দিল্লির নেতারা। তবে দেশজুড়ে যেভাবে বিক্ষোভের আশা করা হয়েছিল, দিল্লি-বিহারেই তা সীমাবদ্ধ রয়ে গেল। কংগ্রেসের সঙ্গে জোটের অন্য শরিকদের দূরত্ব এবং কংগ্রেসের অন্দরের নেতৃত্বহীনতা জন্যই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।