Trending

সংস্কার শেষে পুনরায় খুলছে ঐতিহাসিক নটরডেম চার্চ

পাঁচ বছর আগে ২০১৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বাদশ শতাব্দীর তৈরি রোমান ক্যাথলিক চার্চ নটর ডেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক নটেরডেম চার্চ দীর্ঘ পাঁচ বছর পর আজ শনিবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। এ উপলক্ষে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ব্রিটেনের প্রিন্স উইলিয়াম, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অন্যান্যদের মাঝে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের এটাই হবে প্রথম বিদেশ সফর। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে উপস্থিত থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেন। এ অনুষ্ঠানে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ পেতে পারেন। ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস উপস্থিত থাকবেন না। তবে ফরাসি জনগণের জন্য পাঠানো ফ্রান্সিসের এক বার্তা সন্ধ্যাবেলার ওই অনুষ্ঠানে পড়ে শোনানো হবে।

পাঁচ বছর আগে ২০১৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বাদশ শতাব্দীর তৈরি রোমান ক্যাথলিক গির্জা নটরডেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টাতে ফ্রান্সও খুব কঠিন সময় পার করছিল চরমপন্থী হামলার কারণে।

এ বিষয়ে গতকাল এক টেলিভিশন বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্র আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘নটর ডেমের পুননির্মাণ এটাই প্রমাণ করে যে আমরা জানি, কীভাবে বড় কাজ করতে হয়। আমরা জানি, কীভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়।’

প্রসঙ্গত, ৮৫০ বছরের পুরনো নটরডেম চার্চ পুননির্মাণে ৭০০ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে।  

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button