সত্যিই কি সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই
গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন সার্চ ইঞ্জিন চালু করতে পারে প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ‘চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এ বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক জিমি অ্যাপল জানিয়েছেন, গুগলের আইও সম্মেলন হবে মে মাসের ১৪ তারিখে। এর আগেই একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুন সার্চ ইঞ্জিনের ঘোষণা দিতে পারে ওপেনএআই।
দীর্ঘদিন ধরেই গুগলের আদলে ওয়েব সার্চ সুবিধা চালুর জন্য কাজ করছে ওপেনএআই। এমনকি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও সার্চ ইঞ্জিনে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যুক্ত করার বিষয়ে তাঁর আগ্রহের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন। আর তাই গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ওপেনএআই নতুন সার্চ ইঞ্জিন চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিজের দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে জিমি অ্যাপল জানিয়েছেন, গত জানুয়ারি থেকেই মে মাসে অনুষ্ঠান আয়োজনের জন্য কাজ করছে ওপেনএআই। এমনকি গত মাসে ৫০টির বেশি সাবডোমেইন চালুর পাশাপাশি সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য একজন ব্যবস্থাপককেও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।