সন্ত্রাসবাদীদের টাকায় পুষ্ট হচ্ছে এলন মাস্কের ‘এক্স’!
সন্ত্রাসবাদীদের টাকায় পুষ্ট হচ্ছে মাইক্রো-ব্লগিং সাইট ‘এক্স’! অর্থের বিনিময়ে নাকি সন্ত্রাসের বিষ ছড়িয়ে দেয়া হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্মটি থেকে। সম্প্রতি প্রকাশ্যে আসা এক চাঞ্চল্যকর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
বিবিসি সূত্রে খবর, সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘টেক ট্রান্সপারেন্সি প্রোজেক্ট’ নামের সংস্থা। সেখানে এক্স (পুরনো নাম টুইটার) নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে। বলা হয়েছে, আমেরিকায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলো দিব্বি এক্স হ্যান্ডেল ব্যবহার করছে।
শুধু তাই নয়, টাকা দিয়ে নিজেদের হ্যান্ডেলের জন্য ‘ব্লু টিক’ও কিনেছে তারা। মাত্র কয়েক ডলারের বিনিময়ে মাইক্রো-ব্লগিং সাইটটিকে প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলেছে সন্ত্রাসরা। আর সব জেনেও চুপ করে বসে রয়েছেন টেক-দুনিয়ার দাপুটে ধনকুবের এলন মাস্ক।
রিপোর্টে আরও বলা হয়েছে, যেহেতু এখন টাকার বিনিময়ে এক্স হ্যান্ডেলে প্রচার করা সম্ভব, তাই নতুন আইনি জটিলতা দেখা দেবে এবং ফেক নিউজের রমরমা ঠেকানো আরও কঠিন হয়ে উঠবে। বলে রাখা ভালো, মাসে মাত্র ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক পরিষেবা দিচ্ছে এক্স। এতে দীর্ঘ বক্তব্য লেখা যায় ও বেশি প্রচার পাওয়া যায়।