Science & Tech

সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট ০১ স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

বেইজিং সময় মঙ্গলবার বিকেল ২টা ৪২ মিনিটে ছিয়ানফান পোলার অরবিট ০১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন।

চীনের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬ পরিবর্তিত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।

উপগ্রহটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে।

এই মিশনটি লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের ৫৩০তম উড্ডয়ন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button