USA

সমাধিসৌধের পবিত্রতা হেয় করেছেন ট্রাম্প: কমালা

আরলিংটন ন্যাশনাল সিমেটারি’তে নির্বাচনী প্রচারণা চালানোর মাধ্যমে ওই সমাধিক্ষেত্রের পবিত্রতা হেয় করেছেন বলে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস। সেনাবাহিনীর ওই সমাধিসৌধে গিয়ে ট্রাম্প রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। এ অভিযোগ তুলে কমালা বলেছেন, ওই সমাধিক্ষেত্র কোনো রাজনীতির জায়গা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শনিবার ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন, পবিত্র ওই স্থানের প্রতি অসম্মান দেখিয়েছেন তিনি। এসবই হলো তার রাজনৈতিক ভাঁওতাবাজি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, ওই সমাধিসৌধে পবিত্রতা রক্ষায় নিয়োজিত থাকেন স্টাফরা। তাদের একজন সেখানে ট্রাম্পকে ছবি ধারণ করার বিরুদ্ধে সতর্ক করতে গেলে ট্রাম্পের একজন স্টাফ তাকে উদ্ভটভাবে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেন। তবে এ বিরোধের কথা অস্বীকার করেছে ট্রাম্পের প্রচারণা টিম। তারা বলেছে, নিহত সেনাসদস্যদের পরিবারের কাছ থেকে তারা আগেই অনুমতি নিয়েছিলেন।

ফলে সেখানে তারা ছবি ধারণ করেছেন। এ ঘটনা ঘটে গত  সোমবার। আফগানিস্তান থেকে তিন বছর আগে মার্কিন সেনাদের প্রত্যাহার করে আনার আগে যে ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন, তাদের প্রতি সম্মান দেখাতে সেখানে উপস্থিত হন ট্রাম্প। কিন্তু শনিবারই প্রথম ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী কমালা হ্যারিস এ নিয়ে বিতর্কের পর মন্তব্য করেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক বার ভার্জিনিয়াতে অবস্থিত আরলিংটন ন্যাশনাল সিমেটারি সফর করেছেন। কখনো ওই স্থাপনাকে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করেননি। কমালা হ্যারিস আরও বলেন, আমরা মার্কিনি হিসেবে একটি বিষয়ে একমত। সেটা হলো আমাদের সামরিক বাহিনী, সামরিক পরিবার এবং সার্ভিসে থাকা সদস্যদের সম্মান জানাবো। কখনো তাদের অবমাননা করবো না। আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা দেখাবো। আমি বিশ্বাস করি এই শ্রদ্ধাটা এই পবিত্র দায়িত্ব যে রক্ষা করতে পারে না, সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে না। বৃহস্পতিবার মিশিগানে এক প্রচারণা সভায় ট্রাম্প তার বিরোধী পক্ষকে সতর্ক করেছেন। যারা তার বিরুদ্ধে সমালোচনা করেন এই সতর্কতা তাদের বিরুদ্ধে। তিনি বলেছেন, যেসব সেনাসদস্য নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা ওই স্মৃতিসৌধে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করেছেন। ট্রাম্প বলেন, আমি প্রচারণায় ছিলাম। তখন তারা আমাকে একটি ছবি তোলার অনুরোধ করেন। এমনিতেই আমি অনেক জনপ্রিয়তা পেয়েছি। ছবি তুলে জনপ্রিয়তা ফেরাতে হবে- এমনটা আমার দরকার নেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button