Trending

সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ

বছরের অধিকাংশ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকা বিশ্বের সবচেয়ে বড় হিমবাহটি আবারও সরে যাচ্ছে। এবার এটি উত্তর দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তারা মনে করছেন, হিমবাহটি দক্ষিণ মহাসাগর ছেড়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করবে। এমনটি হলে সেখানে উষ্ণ পানির কারণে এটি গলে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

এ২৩এ নামের এ হিমবাহটি আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (১ হাজার ৫০০ বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)। 

১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে এই মহাসাগরের উপকূলেই আটকে যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button