সামরিক ব্যয়ে রেকর্ড, তালিকায় শীর্ষে কারা?
বিশ্বজুড়ে বেজে উঠেছে যুদ্ধের দামামা। এ পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কোমর বেঁধে নেমেছে পৃথিবীর শক্তিশালী দেশগুলো। শক্তির দৌড় প্রতিযোগিতায় সমানে সমানে টক্কর দিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন দেশ। সম্প্রতি প্রকাশ্যে এল সেই তথ্য।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী, বিশ্বব্যাপী যুদ্ধের আবহে গত ৩৫ বছরের মধ্যে সামরিক ব্যয় সর্বোচ্চ চূড়ায় উঠেছে। বৈশ্বিক সামরিক ব্যয় গত বছর ২.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা। গত বছর সামরিক খাতে তারা ব্যয় করেছে ৯১৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। শেষ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় ২৯৬ বিলিয়ন ডলার। রাশিয়া খরচ করেছে ১০৯ বিলিয়ন ডলার এবং চতুর্থ স্থানে থাকা ভারতের খরচের পরিমাণ ৮৪ বিলিয়ান ডলার।
ভারতের পর এই তালিকায় যথাক্রমে রয়েছে সউদী আরব (৭৬ বিলিয়ন ডলার), ব্রিটেন (৭৫ বিলিয়ন ডলার), জার্মানি (৬৭ বিলিয়ন ডলার), ইউক্রেন (৬৫ বিলিয়ন ডলার), ফ্রান্স (৬১ বিলিয়ন ডলার) এবং জাপান (৫০ বিলিয়ন ডলার)।
দেখা যাচ্ছে, তালিকায় থাকা বাকি ৯ দেশের মোট ব্যায়ের (৮৮৩ বিলিয়ন) থেকেও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের ব্যয় (৯১৬ বিলিয়ন) অনেক বেশি। এ তালিকায় অবশ্য পাকিস্তানের ঠাঁই হয়েছে অনেকখানি নিচে। রিপোর্ট বলছে, সামরিক খাতে মাত্র ৮.৫ বিলিয়ন ডলার খরচ করে তালিকায় ৩০ তম স্থানে জায়গা করে নিয়েছে দেশটি।