Science & Tech

সারা বিশ্বে ছড়িয়ে যাবে গুগলের বিপদবার্তা প্রযুক্তি, শুরুতে যুক্তরাষ্ট্র

স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে বিপদবার্তা পাঠানোর নতুন একটি প্রযুক্তি চালু করতে যাচ্ছে গুগল। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের ওপর কাজ করার পর, গুগল এবার ঘোষণা দিয়েছে যে, ২০২৩ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে ‘পিক্সেল ৯’ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। 

এই নতুন প্রযুক্তির মাধ্যমে, মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ না থাকলেও, ব্যবহারকারীরা স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠাতে সক্ষম হবেন। এই সেবা কার্যকর করতে গুগল ব্যবহার করবে জারমিন ও স্কাইলো প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি। তবে, যুক্তরাষ্ট্রের বাইরে এই সুবিধা চালু হতে কিছুটা সময় লাগতে পারে। এই উদ্যোগের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এমন একটি সুবিধা পেতে যাচ্ছেন, যা ২০২২ সালের নভেম্বরে অ্যাপল প্রথম চালু করে। অ্যাপলের ইমার্জেন্সি এসওএস সুবিধার মাধ্যমে আইফোন ১৪ এবং পরবর্তী মডেলের ব্যবহারকারীরা স্যাটেলাইটের মাধ্যমে বিপদবার্তা পাঠাতে সক্ষম হন, যা ইতিমধ্যে বেশ কয়েকজনের জীবন রক্ষা করতে সহায়তা করেছে। 

গুগলের এই নতুন উদ্যোগটি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি বিশ্বের যে কোনো স্থানে বিপদে পড়া মানুষদের জন্য একটি জীবন রক্ষাকারী সমাধান হয়ে উঠতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button