International

সেনা হেফাজতে তিন মুসলিমের মৃত্যু, উত্তপ্ত পুরো অঞ্চল: জম্মু-কাশ্মীর

  • শুক্রবার সকালে তিন মুস্নলিম যুবককে পুঞ্চ জেলা পীর গ্রাম থেকে আটক করে ভারতীয় সেনাবাহিনী
  • আর্থিক ক্ষতিপূরণের পাশপাশি নিহতের পরিবারের সদস্যকে সরকারি চাকরি প্রতিশ্রুতির আশ্বাস প্রশাসনের

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের পুঞ্চ-রাজৌরিতে সেনা হেফাজতে তিন মুসলিম যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এই মৃত্যুর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা।

এই ঘটনায় কাশ্মিরে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সেনাহেফাজতে হত্যার তদন্তের আহ্বানও জানিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারসহ অন্যান্য মাধ্যমগুলোতে উঠে এসেছে এ খবর।

গত শুক্রবার সকালে মোহাম্মদ শওকত (২৬), সাফির হুসাইন (৩৭) এবং শাবির আহমদ (৩২) নামে তিনজনকে কাশ্মিরের পুঞ্চ জেলার পাহাড়ি টোপা পীর গ্রাম থেকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলার একদিন পর তাদের আটক করা হয়। ওই হামলায় কমপক্ষে পাঁচজন ভারতীয় সেনা নিহত হন।

বর্তমানে কীভাবে স্থানীয়দের শান্ত করা যায়, তা নিয়ে নানা চেষ্টা করে চালাচ্ছে প্রশাসন, পুলিশ ও সেনা। মোটা টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণার পাশপাশি নিহত পরিবারের সদস্যকে সরকারি চাকরির প্রতিশ্রুতির আশ্বাস দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

গ্রামবাসীদের অভিযোগ, সেনা হেফাজতে মারধরের ফলে মৃত্যু হয়েছে তাদের। এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন গ্রামবাসীরা।

এদিকে এক বিবৃতিতে কাশ্মীর সেনাবাহিনী জানিয়েছে যে, ‘বাফলিয়াজ়ে তিন জন বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিষয়টি সেনাবাহিনী তদন্ত করে পুরোপুরি সহযোগিতা করবে।‘

সেনা হেফাজতে মৃত্যুর জেরে এলাকার পরিস্থিতি সামাল দিতে পুঞ্চে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মোবাইল ইন্টারনেট।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button