International

সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে চলমান ধরপাকড় অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৭ হাজার ৮৬৩ জনকে আটক করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এসব প্রবাসীর বিরুদ্ধে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৭৪৬ জন আবাসন আইন, ৪ হাজার ৩৬২ জন সীমান্ত আইন এবং ২ হাজার ৭৫৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৫০৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক। গ্রেপ্তারদের মধ্যে ৮ হাজার ৫১ জনকে ইতোমধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অভিযানের সময় আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার দায়ে সৌদি নাগরিকসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ১৩ হাজার ৩৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, যাদের মধ্যে ১১ হাজার ৮৭৪ জন পুরুষ এবং ১ হাজার ৪৮৮ জন নারী।

গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৮৩৯ জনকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ২ হাজার ৩৯২ জনকে ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনে সহযোগিতা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির ৩ কোটি ৪৮ লাখ জনগণের মধ্যে উল্লেখযোগ্য অংশ অভিবাসী শ্রমিক, যাদের মধ্যে অনেকে অনিয়মিতভাবে অবস্থান করছেন। এসব অনিয়ম ঠেকাতে সৌদি সরকার নিয়মিত ধরপাকড় অভিযান চালিয়ে যাচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto