স্টারলিংকের বিকল্প কী, জানেন তো

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক একটি স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগ প্রদানের ক্ষেত্রে একটি বিপ্লব তৈরি করছে। পৃথিবীর নিম্নকক্ষপথে বা লো-আর্থ অরবিটে রাখা কয়েক হাজার স্যাটেলাইটের মাধ্যমে স্টারলিংক উচ্চ গতির ও কম ল্যাটেন্সির ইন্টারনেট সেবা প্রদান করছে। বিভিন্ন দেশে এরই মধ্যে স্টারলিংকের বিকল্প হিসেবে আরও কিছু স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক চালু রয়েছে। অনেক জায়গায় নতুন প্রতিষ্ঠান কাজের ঘোষণা দিয়েছে।
ওয়ানওয়েব
স্টারলিংকের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম হলো ওয়ানওয়েব। যুক্তরাজ্যভিত্তিক এই কোম্পানি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে। ওয়ানওয়েব সেই সব অঞ্চলে ইন্টারনেট সেবা দিচ্ছে, যেখানে প্রচলিত অবকাঠামো দুর্বল বা অনুপস্থিত। ২০২৩ সালে ওয়ানওয়েব ও ইউটেলস্যাট নামের দুটি বৃহৎ স্যাটেলাইট যোগাযোগ সংস্থা একত্র হওয়ার ঘোষণা করেছে। এখন পর্যন্ত প্রায় ৬০০ স্যাটেলাইট আছে ওয়ানওয়েবের।এর মাধ্যমে ১৯৫ মেগাবাইট ইন্টারনেট গতি পাওয়ার সুযোগ আছে।
অ্যামাজন
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনও স্যাটেলাইট ইন্টারনেট বাজারের জন্য তৈরি হচ্ছে। প্রজেক্ট কুইপারের মাধ্যমে কয়েক হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩ হাজারের মতো স্যাটেলাইট স্থাপন করা হবে। অ্যামাজনের বিশাল গ্রাহকভিত্তি ও অবকাঠামোর মাধ্যমে এই প্রকল্প শক্তিশালী প্রতিযোগী হতে পারে স্টারলিংকের জন্য। এরই মধ্যে অ্যামাজন তাদের প্রথম প্রোটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইতিমধ্যেই তাদের গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সেবার অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে।

ভায়াস্যাটছবি: দ্য নেটওয়ার্ক ইনস্টলারস
ভায়াস্যাট ও হিউজেসনেট
ভায়াস্যাট ও হিউজেসনেট নামের দুটি মার্কিন সংস্থা দীর্ঘকাল ধরে জিওস্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে। এসব স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে, প্রায় ৩৬ হাজার কিলোমিটার ওপরে স্থির কক্ষপথে থাকে। এর ফলে ডেটা প্রেরণে কিছুটা বেশি ল্যাটেন্সি দেখা যায়। এদের কাভারেজ এলাকা বেশ বিস্তৃত। ভায়াস্যাট ও হিউজেসনেট মূলত সেই সব অঞ্চলে তাদের সেবা প্রদান করে, যেখানে তারযুক্ত ইন্টারনেট সহজলভ্য নয়। ভায়াস্যাট নিম্নকক্ষপথে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে এরই মধ্যে। ইনমারস্যাটকে অধিগ্রহণের মাধ্যমে বৈশ্বিক কাভারেজ শক্তিশালী করছে। আরেক প্রতিষ্ঠান ইউটেলস্যাট। ফ্রান্সভিত্তিক সংস্থাটি ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারত ও এশিয়ার একটি বড় অংশে স্যাটেলাইট যোগাযোগ সেবা দেয়। অন্যদিকে টেলিস্যাট কানাডার স্যাটেলাইট অপারেটর। টেলিস্যাটের অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে।
আরও আছে
কিছু দেশ নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে। চীন স্পেসসেল নামে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়ন আইরিসটু নামের একটি মাল্টি-অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে, যা ২০২৭ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো ইউরোপের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা গড়ে তোলা ও স্টারলিংকের ওপর নির্ভরতা কমানো। অস্ট্রেলিয়ার এনবিএন স্কাই মাস্টার দেশটির প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করছে।
সূত্র: দ্য নেটওয়ার্ক ইনস্টলারস