স্ন্যাপচাটে বার্তা সম্পাদনাসহ যেসব নতুন সুবিধা আসছে
বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটে। বার্তা সম্পাদনা করার নতুন সুবিধা আনতে কাজ করছে অ্যাপটি। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারের মতো স্ন্যাপচ্যাটেও বার্তা সম্পাদনা করা যাবে। বার্তা সম্পাদনা ছাড়াও স্ন্যাপচ্যাটে ইমোজি প্রতিক্রিয়া, ম্যাপ প্রতিক্রিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির রিমাইন্ডার সুবিধা যুক্ত হয়েছে।
বার্তা সম্পাদনার সুবিধাটির অবশ্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। বার্তা পাঠানোর পাঁচ মিনিটের মধ্যেই সেটি সম্পাদনা করার সুযোগ মিলবে। বার্তা পাঠানোর সময় পাঁচ মিনিট পেরিয়ে গেলে বার্তা সম্পাদনা করা যাবে না। তবে শুরুতেই স্ন্যাপচ্যাটের সব ব্যবহারকারী সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন না। প্রথমে শুধু স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহার করতে ব্যবহারকারীদের অর্থ দিতে হয়। ফলে যাঁরা বিনা মূল্যে স্ন্যাপচ্যাট ব্যবহার করেন, তাঁরা প্রথম ধাপে এ সুবিধা পাবেন না। অবশ্য পরবর্তীকালে তাঁদের জন্য বার্তা সম্পাদনার সুবিধাটি চালু করা হবে বলে জানা গেছে। তবে কবে নাগাদ তাঁরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন, তা জানা যায়নি।
এ ছাড়া স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবট ব্যবহার করে প্রয়োজনীয় কাজের সময়সীমার রিমাইন্ডার তৈরি করা যাবে। ফলে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী কাজটি সম্পর্কে মনে করিয়ে দেবে সুবিধাটি। পাশাপাশি এআই ব্যবহার করে বিটইমোজির জন্য নিজের মতো করে পোশাক তৈরি করে নেওয়া যাবে। এ ছাড়া ম্যাপ প্রতিক্রিয়া সুবিধার মাধ্যমে স্ন্যাপচ্যাটের বন্ধুতালিকার কেউ অবস্থান বা লোকেশন জানালে তাতে প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারকারীরা।