Bangladesh

স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের দ্বন্দ্বে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

জাতীয় সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৭) নামের এক ছাত্রলীগ কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিল ফোরকানের লোকজনের হামলায় মেহেদী হাসান নিহত হয়েছেন।

নিহতের মামা মো. চয়ন বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি কর্মসূচি ছিল। এতে যোগ দিতে দুপুর আড়াইটার দিকে তারা তিনটি বাসে নেতাকর্মীদের নিয়ে বাড্ডা থেকে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আসেন। ধানমন্ডিতে র‌্যালি শেষে নূরের চালা থেকে আসা নেতাকর্মীরা হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউ পার হচ্ছিলেন। এ সময় পিকআপ ভ্যানে চড়ে র‌্যালিতে যোগ দিতে আসা একদল নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। তখন একজন মেহেদীর বুকে ছুরিকাঘাত করেন। এ সময় হাতাহাতিতে আরো বেশ কয়েকজন আহত হন।

তিনি জানান, মেহেদী এ বছর ভাটারার ছোলমাইদ হাইস্কুল থেকে এইবার এসসসি পাস করেছে। ছাত্রলীগের কর্মী হলেও তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। তার মা লিপি সিকদার

 ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মসূচি শেষে সংসদ ভবনের সামনে রাস্তা পারাপারকে কেন্দ্র করে দুই গ্রুপের হাতাহাতি থেকে ঘটনাটি ঘটে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালমান রয়েছে বলে জানান তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button