স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে আ’লীগ : সিলেট বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করে দেশেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এখন তারা এখন তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশে আজ তেল, গ্যাস ও বিদ্যুৎ নেই। রিজার্ভ ফুড়িয়ে যাচ্ছে। ডলার সংকটে আমদানী মুখথুবড়ে পড়ছে। দূর্নীতির মাধমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশে আজ গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই। মানুষের মনে আজ ঈদের আনন্দ নেই। এমন অবস্থা দেশবাসীকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে বিএনপি ১০ দফা ঘোষনা করেছে। সাধারণ মানুষ এই ১০ দফার পক্ষে আজ ঐক্যবদ্ধ। তাই গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরে পেতে ১০ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।
আজ শুক্রবার দিনভর সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকারের ভায়াবহ দূর্নীতির কারনে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়ায় সাধারণ মানুষ আজ দু’বেলা পেটভরে খেতে পরছে না। দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গৃহন্তরীন, ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। এমন পরিস্থিতিতে দেশের মুক্তিকামী মানুষের মনে ঈদের আনন্দ নেই। যখন স্বৈরতান্ত্রের পতন হবে, যখন মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পাবে, তখনই মনে ঈদের আনন্দ আসবে। মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মীরা ঘরে ফিরে যাবে না। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগম সম্পাদক ওয়াহিদুজজামান সুফী, সহ প্রচার সম্পাদক শাহীন আলম জয়, যুক্তরাজ্য বিএনপি নেতা দুলাল হোসেন, জেলা যুবদল নেতা আবুল কাশেম, শামসুল ইসলাম শিমুল, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল, বিএনপি নেতা শেখ মিলাদ হোসেন মেম্বার , নজির হোসেন, বেলাল উদ্দিন , গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শরীফ উদ্দিন , স্বেচ্ছাসেবকদল নেতা রহমত আলী প্রমুখ ।
We are a group of volunteers and starting a new scheme in our community.
Your web site offered us with valuable info to work on. You’ve done a formidable
job and our whole community will be thankful to you.
Hi there, just became alert to your blog through Google, and found that it
is really informative. I’m gonna watch out for brussels.
I will appreciate if you continue this in future. Many people will be benefited from your
writing. Cheers!