হঠাৎই ভোলবদল! মসনদে বসার আগে এ কেমন চুলের ছাঁট ট্রাম্পের?
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ট্রাম্প।
বদলে গেলেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল নয়া অবতারে। একেবারে ভিন্ন এক চুলের ছাঁটে দেখা গেল বর্ষীয়ান রিপাবলিকান নেতাকে। ট্রাম্প ইন্টারন্যাশনাল গোল্ড ক্লাবে তাঁকে দেখা গেল হাতে টুপি নিয়ে হেঁটে আসতে। তাঁর নতুন হেয়ারকাট দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।
সামনেই ক্রিসমাস। ইতিমধ্যেই আমেরিকায় শুরু হয়ে গিয়েছে উৎসব। তার উপর সামনের বছর শপথগ্রহণ করবেন ট্রাম্প। নতুন করে ফিরবেন মসনদে। তার ঠিক আগে নতুন চুলের ছাঁটে দেখা গেল তাঁকে।
উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালে প্রথমবারের জন্য তাঁকে এই শিরোপা দেওয়া হয়েছিল। তাঁকে বেছে নেওয়ার পিছনে রয়েছে তাঁর দুরন্ত ‘রাজনৈতিক কামব্যাক’। মার্কিন ইতিহাসে এমন প্রত্যাবর্তন নজিরবিহীন বলেই দাবি পত্রিকার সম্পাদকমণ্ডলীর।
তবে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার আগে অস্বস্তি বেড়েছে ডোনাল্ড ট্রাম্পের। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ট্রাম্প শাস্তি থেকে অব্যহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে সে আর্জি খারিজ করে সোমবার আদালতের তরফে জানানো হয়েছে, উনি রাষ্ট্রপতি পদে বসলেও রক্ষাকবচের কোনও প্রশ্নই নেই। সব মিলিয়ে কুর্সিতে বসার আগেই চাপ বেড়েছে তাঁর উপরে। কিন্তু এতদসত্ত্বেও রীতিমতো খোশমেজাজেই দেখা গেল ট্রাম্পকে।