Science & Tech

হতে যাচ্ছে গুগলের সবচেয়ে বড় অধিগ্রহণ, কত অর্থ দিয়ে কী কিনছে গুগল

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ‘উইজ’ অধিগ্রহণের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে গুগল। জানা গেছে, প্রায় ২৩ বিলিয়ন (দুই হাজার ৩০০ কোটি) মার্কিন ডলারের বিনিময়ে বিকাশমান স্টার্টআপটি কিনে নিতে পারে গুগল। এই অঙ্কে উইজকে অধিগ্রহণ করলে তা হবে গুগলের সবচেয়ে ব্যয়বহুল অধিগ্রহণ।

সাইবার নিরাপত্তা সফটওয়্যার ও ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করে থাকে উইজ। অধিগ্রহণ সম্পন্ন হলে তারা গুগলের সাইবার নিরাপত্তা দেখভাল করবে। গত বছর ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টরদের কাছ থেকে ১০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে উইজ। তখন থেকেই স্টার্টআপটিতে বিনিয়োগ অথবা অধিগ্রহণ করার বিষয়ে আলোচনা করছে গুগল।

বর্তমানে অধিগ্রহণের বিভিন্ন শর্ত নিয়ে উইজের সঙ্গে চূড়ান্ত আলোচনা করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এসব শর্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে শিগগিরই অধিগ্রহণ সম্পন্ন হবে। তবে এ বিষয়ে গুগল বা উইজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

নিজেদের সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি শক্তিশালী করতে ২০২২ সালে ৫৪০ কোটি ডলারের বিনিময়ে ‘ম্যানডিয়ান্ট’ অধিগ্রহণ করেছিল গুগল। নতুন করে সাইবার নিরাপত্তা স্টার্টআপ অধিগ্রহণের মাধ্যমে নিজেদের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে আগ্রহী গুগল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button