হয় শান্তি আসবে, নয়তো ইরানে বিপর্যয় ঘটবে : ট্রাম্প

‘হয় শান্তি আসবে, নয়তো ইরানে বিপর্যয় ঘটবে। গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও সেটা অনেক বেশি ভয়াবহ হবে।’
ইরানে ফোরদোসহ তিন পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে বিপর্যয় ঘটবে। গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও সেটা অনেক বেশি ভয়াবহ হবে।’
তিনি বলেন, ‘আজ রাতের আক্রমণ ছিল এখন পর্যন্ত সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুগুলোর ওপর নির্ভুলভাবে, দক্ষতা ও গতির সাথে আক্রমণ করব। তাদের বেশিভাগই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব।’
তিনি আরো বলেন, ‘মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘ব্যাপক নির্ভুল হামলা’ চালিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।’
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের দাপট দেখানো রাষ্ট্র ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে। তা না হলে ভবিষ্যতের হামলা আরো বড় এবং অনেক সহজ হবে।’
তিনি দাবি করেন, বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত, যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালিয়েছে।