International
হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব
ইসরাইলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। আজ মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশাপাশে দুটি ‘এম-৯০’ রকেট দিয়ে হামলা করার কথা জানিয়েছে তারা। খবর এনডিটিভির।
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে ইসরাইলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে। একই সময়ে আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরাইল পর্যন্ত পৌঁছায়নি।’
ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।