হিমাচল ও উত্তরাখন্ডে ঢল, ভূমিধসে ৪৯ জনের মৃত্যু, হাজারো মানুষ গৃহহীন
বৃষ্টির ঢলে ধসে যাওয়া বাড়িতে উদ্ধার অভিযান। গতকাল হিমাচলের শিমলায়
ভারতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ঢল ও ভূমিধসে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন মারা গেছেন একটি মন্দির ধসে। গতকাল সোমবার ভারতের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ভারতের উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশে গতকাল ভারী বৃষ্টি হয়। এতে সৃষ্ট ঢলে বিভিন্ন সড়ক থেকে গাড়ি খাদে পড়ে যায়, ভবন ও সেতু ধসে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনে মৌসুমি বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতাও বেড়েছে এই পরিবর্তনের কারণে।
ভারতে নিহত ৪৯ জনের মধ্যে ৪১ জনই মারা গেছেন হিমাচল প্রদেশে। এর মধ্যে নয়জন মারা গেছেন একটি মন্দির ধসে। এ ছাড়া এসব এলাকায় এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
হতাহতের ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, যাতে সহজে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়, সেই লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন।
হিমাচল প্রদেশের জরুরি অপারেশন সেন্টারের তথ্যমতে, ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বিপর্যস্ত পরিস্থিতির কারণে হিমাচল প্রদেশের ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গতকাল পার্বত্য রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়।
হিমাচলের শিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গতকালের নির্ধারিত বিএডসহ স্নাতকোত্তরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ গতকাল জানায়, হিমাচল প্রদেশ ও প্রতিবেশী উত্তরাখন্ডে ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টির কারণ পশ্চিমি ঝঞ্ঝা।
চলতি সপ্তাহে ভারতে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে গত শুক্রবার থেকে উত্তরাখন্ডে এ পর্যন্ত মারা গেছেন আটজন। সেখানকার ও হিমাচলের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃষ্টির কারণে সৃষ্ট ঢলে সড়ক, বাড়িঘর ভেসে যাচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে সৃষ্ট ঢল ও ভূমিধসে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। অনেকে আশ্রয়ের সন্ধানে রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।