হোয়াটসঅ্যাপে এখন এক মিনিটের ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে
সময়সীমা বাড়িয়ে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস হালানাগাদে এবার ১ মিনিট পর্যন্ত ভয়েস নোট দেওয়ার সুবিধা যুক্ত হয়েছে। নতুন এ সুবিধার ফলে ব্যবহারকারীরা কথা ধারণ করে তা স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। ভয়েস নোটের সময়সীমা ১ মিনিট পর্যন্ত বাড়াতে ব্যবহারকারী একটি রেকর্ডেই প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন। আগে ৩০ সেকেন্ড সময়সীমার ভয়েস নোট স্ট্যাটাস হিসেবে দেওয়া যেত।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়, সুবিধাটি প্রথমে আইওএস ২৪.১০.১০.৭৪ সংস্করণের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ও অ্যান্ড্রয়েডের ২.২৪.৭৬ হালনাগাদের বেটা সংস্করণে ব্যবহার করার সুযোগ আছে। এখন অনেক ব্যবহারকারী এ সুবিধাটি ব্যবহার করতে পারছেন। তবে এর জন্য ব্যবহারকারীকে হালনাগাদ হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে।
ভয়েস স্ট্যাটাস–সুবিধাটি চালুর পর ব্যবহারকারীরা ৩০ সেকেন্ড সময়সীমার ভয়েস রেকর্ড স্ট্যাটাস হিসেবে দিতে পারতেন। এখন এ সময়সীমা ১ মিনিট পর্যন্ত দীর্ঘ করা হলো। এ সুবিধাটিও এন্ড টু এন্ড এনক্রিপটেড। ভয়েস স্ট্যাটাস দেওয়ার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের আপডেটস ট্যাবে ট্যাপ করতে হবে। এরপর নিচে থাকা পেনসিল আইকনে ক্লিক করার পর মাইক্রোফোন অপশন চেপে ধরে যে বার্তা স্ট্যাটাস হিসেবে দিতে হবে, তা উচ্চারণ করতে হবে। এরপর সেন্ড আইকনে ট্যাপ করলেই ধারণ করা বার্তা ভয়েস স্ট্যাটাস হিসেবে আপলোড হয়ে যাবে। ভয়েস স্ট্যাটাসের সঙ্গে চাইলে লেখা বা স্টিকারও যোগ করা যাবে।