১০২ বছর বয়সে স্কাইডাইভ
১০২ বছর বয়সে স্কাইডাইভ করে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হয়েছেন যুক্তরাজ্যের একজন বয়স্ক মহিলা। মহিলা তার ১০২ তম জন্মদিন উদযাপন করতে বিমান থেকে লাফ দিয়ে সাহস ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ডেইলি মেইলের মতে, সেন্ট্রাল সাফোকের একজন মহিলা বেইলি একটি বিমানের মাধ্যমে ৭ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে এই কীর্তিটি সম্পাদন করেন, পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে, লোকেরা সাধারণত কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করে, তবে বেইলি এ অনন্য দিনটি স্কাইডাইভিংয়ের মাধ্যমে উদযাপন করেছেন এবং এই প্রথম তিনি এই কীর্তিটি সম্পাদন করেন। বেইলি বলেন, তিনি যখন তার বাবাকে ৮৩ বছর বয়সে স্কাইডাইভ করতে দেখেন, তখন তিনিও অনুপ্রাণিত হন এবং ভাবেন, ‘যদি তিনি ৮৩ বছর বয়সে এটি করতে পারেন, আমি ১০২ বছর বয়সে কেন এটি করতে পারব না’।
স্কাইডাইভিং করার সময় কি ভয় পেয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মোটেও ভয় পাইনি, কিন্তু যখন প্লেনের দরজা খুলে ঠান্ডা বাতাস আমার মুখে লেগে গেল এবং আমার পা বাতাসে ঝুলে গেল, তখন আমি ভাবলাম, ‘আমি কি একটা বড় পদক্ষেপ নিয়েছি?’