১০ সেকেন্ডে ৩ দেশ ভ্রমণ
যারা কম সময়ে যতটা সম্ভব দেশ ভ্রমণ করতে চান তারা জেনে আনন্দিত হবেন যে, তারা মাত্র কয়েক সেকেন্ডে ৩টি দেশ ভ্রমণ করতে পারবেন।
এটি একটি রসিকতা নয় বরং একটি বাস্তবতা। সুইজারল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির সীমান্তের মধ্যে অবস্থিত সুইজারল্যান্ডের বাসেল শহরটি পর্যটকদের মাত্র ১০ সেকেন্ডে ৩টি দেশ দেখার সুযোগ দেয়।
শহরটি ইউরোপের সেরা বিস্ময়গুলোর একটি। কারণ এর শহরতলীর শহরগুলো ফ্রান্স এবং জার্মানি উভয় জুড়ে বিস্তৃত। এ বিষয়ে একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সম্প্রতি তার ইনস্টাগ্রাম পেজ ‘ইএমএস বাজেট ট্রাভেল’-এ তার ভ্রমণের একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি দেখায় যে, বাসেল সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে রাইন নদীর তীরে অবস্থিত। এটি সেই শহর যেখানে সুইজারল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির সীমানা মিলিত হয়েছে। বাসেল হল তিনটি দেশে প্রায় একই সাথে প্রবেশের একটি অনন্য পয়েন্ট। ভৌগোলিক স্বতন্ত্রতা ছাড়াও শহরটি সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গন্তব্যগুলোর একটি।