USA

১২ সেকেন্ডে ৩০০ কোটি টাকা চুরি

যুক্তরাষ্ট্রে মাত্র ১২ সেকেন্ডে ইথেরিয়াম থেকে ২ কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা) মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আন্তন পেরেইর-বুয়েনো (২৪) ও জেমস পেরেইর-বুয়েনো (২৮)। তারা বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন। তাদের চুরির ঘটনাটিকে একটি জলজ্যান্ত উপন্যাস হিসেবে আখ্যা দিয়েছেন সরকারি কৌঁসুলিরা। 

কর্তৃপক্ষের অভিযোগ, এমআইটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের শিক্ষাকে কাজে লাগিয়ে ২০২৩ সালের এপ্রিলে আন্তন ও জেমস তাদের চুরিটি সম্পন্ন করেছিলেন। এ ক্ষেত্রে তারা একটি মূলতবি লেনদেনে প্রবেশ করে ক্রিপটো মুদ্রার গতিবিধি পরিবর্তন করে মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ ডলার লোপাট করেন। 

বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ পাচার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে আন্তনকে গ্রেপ্তার করা হয়েছে বোস্টন থেকে এবং জেমসকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্ক থেকে। 

সরকারি কৌঁসুলিরা বলেছেন, আন্তন এবং জেমস এমইভি-বুস্ট নামে একটি সফটওয়্যার কোডের দুর্বলতাকে কাজে লাগিয়ে চুরিটি সম্পন্ন করেন। ওই সফটওয়্যার কোডটি বেশির ভাগ ক্ষেত্রে ইথেরিয়াম নেটওয়ার্ক ‘ব্যালিডেটর’ দ্বারা ব্যবহৃত হয়। মূলত ব্লকচেইনে যুক্ত হওয়ার আগে মুলতবি লেনদেনে থাকা অবস্থায় নতুন লেনদেনগুলো বৈধ কি-না পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button