Science & Tech

১৫টি নিরাপত্তাত্রুটি দূর করে এল আইওএসের নতুন সংস্করণ

আইওএস অপারেটিং সিস্টেমে থাকা ১৫টি নিরাপত্তাত্রুটির সমাধান করে ‘আইওএস ১৭.৫’ উন্মুক্ত করেছে অ্যাপল। ফাইন্ড মাই অ্যাপস, নোটস, অ্যাপল ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তিতে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে তথ্য চুরির আশঙ্কা থাকায় আইফোন ব্যবহারকারীদের দ্রুত নতুন সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আইওএস ১৭.৫ সংস্করণে নিরাপত্তাত্রুটি দূর করার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। নতুন এসব সুবিধার মধ্যে অন্যতম হলো থার্ড পার্টি ট্র্যাকার ডিটেকশন। এটি আইফোনে স্বয়ংক্রিয়ভাবেই চালু থাকবে। ফলে গোপনে কেউ ব্লুটুথ ট্র্যাকার যন্ত্রের মাধ্যমে অবস্থান শনাক্তের চেষ্টা করলে ব্যবহারকারীরা তা জানার পাশাপাশি সহজে নিষ্ক্রিয় করতে পারবেন। এমনকি ব্যবহারকারীদের আশপাশে থাকা এয়ার ট্যাগ, ফাইন্ড মাই ডিভাইস ট্র্যাকার থাকলে সেগুলোর তথ্যও জানাবে এ সুবিধা।

আইওএসের নতুন সংস্করণে অ্যাপলের নিউজ প্লাস অ্যাপে অফলাইন মোড যুক্ত করা হয়েছে। এর ফলে ইন্টারনেটে যুক্ত না থাকলেও নিউজ প্লাস অ্যাপের ফিডে থাকা বিভিন্ন সংবাদ সীমিত পরিসরে পড়া যাবে। এ ছাড়া চাইলে অ্যাপটিতে ওয়ার্ডলের মতো শব্দনির্ভর গেম খেলার সুবিধাও মিলবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button