Trending
২০২৩ সালে বিশ্বে কলেরায় মৃত্যু ৪০০০
২০২২ সালের চেয়ে ২০২৩ সালে বিশ্বে কলেরায় আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে এবং মৃতের সংখ্যা ৭১ শতাংশ বেড়ে ৪০০০ ছাড়িয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মোট ৪৫টি দেশে কলেরার রোগী পাওয়া যায়। অন্যদিকে, ২০২২ ও ২০২১ সালে কলেরা রোগী পাওয়া গিয়েছিল যথাক্রমে ৪৪টি ও ৩৫টি দেশে। ২০২৩ সালে কলেরা রোগীদের মধ্যে ৩৮ শতাংশের বয়স ছিল ৫-এর কম।
আফগানিস্তান, কঙ্গো (কিনশাসা), মালাউই ও সোমালিয়ায় ১০ হাজার রোগী সনাক্ত হয় এবং ইথিওপিয়া, হাইতি, মোজাম্বিক ও জিম্বাবুয়েতেও কলেরা রোগীর সংখ্যা কম নয়।
এদিকে, পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত চলতি বছর বিশ্বের ২২টি দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে। আর, ২২ আগস্ট পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০০ জনে।