২০২৬ সাল থেকে পাকিস্তানে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করবে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি (BYD) ২০২৬ সালের জুলাই বা আগস্টের মধ্যে পাকিস্তানে প্রথম দেশীয়ভাবে সংযোজিত গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। পাকিস্তানে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিওয়াইডি পাকিস্তানে হাব পাওয়ার কোম্পানি (HUBCO)–এর সহযোগী প্রতিষ্ঠান মেগা মোটর কোম্পানি-র সঙ্গে অংশীদারিত্বে করাচির কাছে একটি কারখানা নির্মাণ করছে, যা ২০২৫ সালের এপ্রিল থেকে নির্মাণাধীন।
বিওয়াইডি পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট (সেলস ও স্ট্র্যাটেজি) দানিশ খালিক জানিয়েছেন, ‘প্রথমে কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা থাকবে ২৫,০০০ ইউনিট, ডাবল শিফটে। প্রাথমিক পর্যায়ে আমদানিকৃত যন্ত্রাংশ দিয়ে সংযোজন শুরু হবে এবং কিছু অ-ইলেকট্রিক যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করা হবে।’
বিওয়াইডি পাকিস্তান বর্তমানে দেশীয় বাজারেই গাড়ি সরবরাহে ফোকাস করবে। তবে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যান্য ডানপাশ-চালিত (Right-hand drive) দেশগুলোতে রপ্তানির সম্ভাবনাও রয়েছে, যদি পরিবহন খরচ ও ব্যবসায়িক পরিস্থিতি অনুকূলে থাকে।
দানিশ খালিক বলেন, ‘আমরা মনে করি না যে আমাদের উৎপাদন সক্ষমতার অতিরিক্ত গাড়ি তৈরি হবে, কারণ পাকিস্তানে চাহিদা ধীরে ধীরে উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে বাড়বে।’
বিওয়াইডি ২০২৫ সালের মার্চে পাকিস্তানে আমদানিকৃত বৈদ্যুতিক গাড়ির ডেলিভারি শুরু করে। নির্দিষ্ট বিক্রির সংখ্যা না জানালেও প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিক কিছু ‘শতাধিক’ গাড়ি বিক্রি হয়ে অভ্যন্তরীণ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০% বেশি ফলাফল এসেছে।
২০২৪ সালে পাকিস্তানে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির মোট বিক্রি ছিল প্রায় ১,০০০ ইউনিট। ২০২৫ সালে এই সংখ্যা তিন থেকে চার গুণ বাড়বে বলে আশা করছেন বিওয়াইডি কর্মকর্তারা। বিওয়াইডি এই সেগমেন্টে ৩০-৩৫% মার্কেট শেয়ার অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।
বিওয়াইডি আগামী শুক্রবার পাকিস্তানে তাদের তৃতীয় মডেল – ‘Shark 6’ প্লাগ-ইন হাইব্রিড পিকআপ ট্রাক উন্মোচন করবে।
পুরোদস্তুর ইলেকট্রিক গাড়ির জন্য পাকিস্তানে চার্জিং অবকাঠামোর ঘাটতি থাকলেও, প্লাগ-ইন হাইব্রিড গাড়িগুলো সেখানে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার ২০২৫ সালের জানুয়ারিতে চার্জিং স্টেশনের বিদ্যুৎমূল্য ৪৫% হ্রাস করেছে, যাতে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ইভি চার্জিং ব্যবস্থা গড়ে ওঠে।
হাব পাওয়ার কোম্পানি-এর এক ফাইলিং অনুযায়ী, ২০২৫ সালের মার্চ প্রান্তিকে বিওয়াইডি পাকিস্তান প্রায় ৪৪৪ মিলিয়ন রুপি (১.৫৬ মিলিয়ন মার্কিন ডলার) লাভ করেছে।