২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই হবে: ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি ‘আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে’ সই হবে।
বুধবার (৩০ এপ্রিল) ইউক্রেনের ইউনাইটেড নিউজকে তিনি বলেন, ‘সকল চূড়ান্ত বিবরণ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে, অদূর ভবিষ্যতে – আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি সই হবে।’
শ্যামিহাল বলেন, খনিজ চুক্তি সই হলে ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা এবং এর অর্থায়ন ও পুনঃপূরণের জন্য দুটি প্রযুক্তিগত চুক্তিও সই করবে। কিয়েভ ইতিমধ্যে ওয়াশিংটনের সাথে বিবরণ চূড়ান্ত করছে। প্রকৃতপক্ষে, এটি একটি বিনিয়োগ তহবিল, একটি অংশীদারিত্ব তহবিল তৈরির বিষয়ে কৌশলগত চুক্তি।
তিনি আরও বলেন, পূর্বে ইউক্রেনকে প্রদত্ত অনুদান এবং সহায়তা এই চুক্তির অধীন নয়। নতুন চুক্তিতে কেবল নতুন সহায়তা এবং আর্থিক অবদান অন্তর্ভুক্ত রয়েছে।
শ্যামিহাল বলেন, যৌথ বিনিয়োগ তহবিল ১০ বছর ধরে ইউক্রেন এবং ইউক্রেনীয় অর্থনীতির উন্নয়ন ও পুনরুদ্ধারে অবদান রাখবে। চুক্তিটি দেশটির ইইউতে যোগদান প্রক্রিয়ার সাথেও সাংঘর্ষিক হবে না।