Science & Tech

২৭০০ বছর আগের বিশাল সৌরঝড়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

সম্প্রতি বিজ্ঞানীরা ২,৭০০ বছর আগের এক বিশাল সৌরঝড়ের প্রমাণ পেয়েছেন। গবেষণাটি ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত হয়। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. ইরিনা প্যানিউশকিনা ও রেডিওকার্বন বিশেষজ্ঞ ড. টিমোথি জুল জানান, ‘মিয়াকে ইভেন্ট’ নামে পরিচিত এই সৌরঝড় প্রাচীন গাছের রিংয়ে চিহ্ন রেখে গেছে।  

২০১২ সালে জাপানি পদার্থবিজ্ঞানী ফুসা মিয়াকে প্রথম এই ইভেন্ট আবিষ্কার করেন। মিয়াকে ইভেন্টে রেডিওকার্বন আইসোটোপের মাত্রা আকস্মিকভাবে বেড়ে যায়। গত ১৪,৫০০ বছরে মাত্র ছয়বার এ ধরনের ঘটনা ঘটেছে।  

রেডিওকার্বন গঠিত হয় যখন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। এটি কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত হয়ে গাছের ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় মিশে যায়। ড. প্যানিউশকিনা জানান, এই রেডিওকার্বন গাছের রিংয়ে জমা হয়ে বছরের পর বছর ধরে সৌর কার্যকলাপের রেকর্ড রাখে।   

গবেষকরা প্রাচীন গাছের রিংয়ের তথ্যের সঙ্গে মেরু অঞ্চলের বরফের স্তরে আটকে থাকা বেরিলিয়াম-১০ আইসোটোপের তুলনা করেছেন। উভয় আইসোটোপ সৌর কার্যকলাপ বৃদ্ধির সময় বাড়ে, যা অতীতের ঘটনাগুলোর দ্বৈত প্রমাণ দেয়।  

বিজ্ঞানীরা এই ডেটা বিশ্লেষণ করে নিশ্চিত করেন, প্রায় ৬৬৪–৬৬৩ খ্রিস্টপূর্বাব্দে এই সৌরঝড় সংঘটিত হয়েছিল। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এমন সৌরঝড় বর্তমান সময়ের প্রযুক্তি-নির্ভর সমাজে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। স্যাটেলাইট নেটওয়ার্ক, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং যোগাযোগব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।  

গবেষণার এসব তথ্য সৌর কার্যকলাপ বোঝার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে সহায়তা করবে।  

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button