২ ট্রিলিয়ন ইউয়ানের পথে চীনের স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি
চীনের স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতিকে ঘিরে চালু হয়েছে বেশ কিছু নতুন অ্যাপ্লিকেশন। এতে করে এ খাতের বাজার ২০৩০ সালের মধ্যে দাঁড়াবে ২ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ২৭৯ বিলিয়ন ডলার)। সাম্প্রতিক এক সরকারি তথ্যে এমনটা জানানো হয়েছে।
এতে বলা হয়, ড্রোন, হেলিকপ্টার এবং স্বল্প উচ্চতায় উড়ন্ত গাড়ির মতো প্রযুক্তিগুলো এ অগ্রগতি বড় ভূমিকা রাখবে।
এই বছরের প্রথমার্ধে চীনে ৬ লাখেরও বেশি নতুন নিবন্ধিত মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) ছিল, যা গত বছরের শেষ দিককার তুলনায় ৪৮ শতাংশ বেশি। এখন দেশটির ১৪ হাজারেরও বেশি ড্রোন কোম্পানির সিভিল ইউএভি অপারেশন সার্টিফিকেট রয়েছে এবং চীনের ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের আছে ড্রোন পাইলট লাইসেন্স।
সরকারি তথ্যে আরও দেখা যায়, গত বছরের শেষ নাগাদ চীনের নিম্ন-উচ্চতার অর্থনীতির বাজারের আকার ৫০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। এই বছরের প্রথম ছয় মাসে এ খাতে যুক্ত হয়েছে আরও ৩০০ বিলিয়ন ইউয়ান।
২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনে আনুষ্ঠানিকভাবে স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতিকে একটি কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে চিহ্নিত করা হয়। ক্রমবর্ধমান এ অর্থনীতির হাত ধরেই চীনে চালু হয়েছে শহরের ভেতর আকাশ ভ্রমণ, এবং উপর থেকে নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সেবা।