International

৩০ বছর পর এই প্রথম নাগোরনো কারাবাখে গেল জাতিসংঘের টিম

নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। গত মাসে আজারবাইজান বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলটি দখল করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায়।

আজারবাইজানের প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন,  রবিবার সকালে নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। তাদের সেখানে আসার মূল কারণে মানবিক প্রয়োজনগুলো মূল্যায়ন করা।  মিশনে রয়েছেন জাতিসংঘের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। বৈশ্বিক সংস্থার কোনো টিম ৩০ বছরের  মধ্যে নাগোরনো কারাবাখে পা রাখলেন। 

এর আগে আর্মেনিয়া-আজারবাইজানের বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দেয় জাতিসংঘ। 
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, অঞ্চলটিতে চলমান সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি, সীমান্তে মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করবেন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।

সম্প্রতি, নাগোরনো কারাবাখ দখলে নেয় আজারবাইজানের সামরিক বাহিনী। এরপর থেকে অঞ্চলটি ছাড়তে শুরু করেন সেখানে বসবাসরত আর্মেনিয়ানরা। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সীমান্ত এলাকায়। এ ঘটনার পরপরই সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানায় আর্মেনিয়া।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button