৩২ ভাগ ফরাসির রোজ ৩ বেলা খাবার জোটে না
৩২ ভাগ ফরাসির রোজ ৩ বেলা খাবার জোটে না – ফাইল ছবি
রান্সের এক-তৃতীয়াংশের বেশি লোকের রোজ তিন বেলা খাবার জোটে না। ফলে তারা খাবার ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় সামগ্রী কেনায় কাটছাঁট করতে বাধ্য হন। বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সেকোর্স পপুলায় (পিপলস রিলিফ) নামের এক সংগঠনের পরিচালিত ওই জরিপে বলা হয়, ৩২ ভাগ লোক দিনে তিন বেলা খাওয়ার মতো সবসময় পর্যাপ্ত খাবার বা স্বাস্থ্যকর খাবার সংগ্রহ করতে পারে না।
জরিপে বলা হয়, খাবার সংগ্রহ করতে না পারলে বেশির ভাগ লোকই খাবার পরিমাণ কমিয়ে দেয়।
জরিপটি ১৭-১৮ জুন ৯৯৬ জনের ওপর চালানো হয়েছিল।
জরিপে প্রায় অর্ধেক লোক তথা ৪৩ ভাগ জানিয়েছে, তারা প্রতিদিন ফল ও সব্জি যোগাড় করতে পারেন না।
অব্যাহত মুদ্রাস্ফীতি এবং উচ্চ মূল্যের কারণে ফ্রান্সে গরিব লোকের সংখ্যা বাড়ছে বলেও জরিপে বলা হয়।
জরিপে ৫৩ ভাগ লোক জানিয়েছে, তারা সঞ্চয় করতে পারছে না। ৪৫ ভাগ লোক জানিয়েছে, তারা চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না।