৫ লাখ অভিবাসীর বৈধতার মর্যাদা বাতিল

ট্রাম্পের পদক্ষেপ আদালতে স্থগিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া এবং হাইতি থেকে আসা লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা দ্রুত বাতিল করার জন্য যে সিদ্বান্ত নিয়েছিল…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া এবং হাইতি থেকে আসা লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা দ্রুত বাতিল করার জন্য যে সিদ্বান্ত নিয়েছিল সোমবার একজন ফেডারেল বিচারকের আদালত তা স্থগিত করেছে।
বোস্টনের জেলা বিচারক ইন্দিরা তালওয়ানির রায়টি ট্রাম্পের দ্রুত গণ-নির্বাসন, বিশেষ করে ল্যাটিন আমেরিকানদের লক্ষ্যবস্তু করে, এর বিরুদ্ধে সর্বশেষ আদেশ।
গত মার্চ মাসে, প্রশাসন বলেছিল যে তারা প্রায় ৫ লাখ ৩২ হাজার কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়ান এবং ভেনেজুয়েলার নাগরিকদের আইনি মর্যাদা বাতিল করার পদক্ষেপ নিচ্ছে। যারা ২০২২ সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক শুরু হওয়া ‘প্যারোল’ কর্মসূচির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
প্যারোল প্রোগ্রামটি চারটি দেশ থেকে প্রতি মাসে ৩০ হাজার অভিবাসীকে দুই বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল, যাদের মানবাধিকারের রেকর্ড ভয়াবহ।
তালওয়ানি তার আদেশে বলেছেন, ট্রাম্প প্রশাসন অভিবাসন আইনের একটি ত্রুটিপূর্ণ ব্যাখ্যার ওপর কাজ করেছে। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এই দ্রুত বহিষ্কারের বিধানটি প্রযোজ্য। তবে, প্যারোল প্রোগ্রামের মাধ্যমে দেশে থাকার জন্য অনুমোদিত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
ট্রাম্পের প্রত্যাহারের ফলে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ফেডারেল রেজিস্টারে তাদের আদেশ প্রকাশের মাত্র ৩০ দিন পরে অভিবাসীরা ২৪ এপ্রিল থেকে তাদের আইনি সুরক্ষা হারানোর কথা।
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর পর, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ‘লাখ লাখ’ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
অন্যান্য পদক্ষেপের মধ্যে, তিনি ভেনেজুয়েলার একটি গ্যাংয়ের শত শত অভিযুক্ত সদস্যকে এল সালভাদরে পাঠানোর জন্য বিরল যুদ্ধকালীন আইন প্রয়োগ করে অভিবাসীদের কারারুদ্ধ করেছেন।