Science & Tech

৬০০ কর্মীকে ছাঁটাই করল অ্যাপল

করোনা মহামারীর পর বড় সংখ্যার কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গাড়ি ও স্মার্ট ওয়াচের ডিসপ্লের প্রজেক্ট বাতিলের পর ৬০০ কর্মী ছাঁটাই করল জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়া কর্মসংস্থান উন্নয়ন বিভাগের তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি। 

জানা গেছে, চাকরি হারানো ওই কর্মীরা ক্যালিফোর্নিয়ায় সান্টা ক্লারায় অবস্থিত অ্যাপলের আটটি আলাদা বিভাগে কাজ করতেন। ছাঁটাইয়ের বিষয়ে তাদের ২৮ মার্চ জানানো হয়। করোনা মহামারীর সময় অন্যসব প্রযুক্তি প্রতিষ্ঠান বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করলেও অ্যাপলকে সেই হারে তার কর্মী ছাঁটাই করতে হয়নি। কারণ করোনাকালীন সময়ে আইফোনের বাজার ধীর গতিতে হলেও বেড়েছে। 

কর্মী ছাঁটাইয়ের খবর আসার সপ্তাহ আগে দুইটি প্রকল্প বাতিল করে অ্যাপল। এর মধ্যে সয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির তৈরির প্রকল্প রয়েছে বলে জানা গেছে। চাকরি হারানো কর্মীরা মেশিন শপ ম্যানেজার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার রয়েছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button