Bangladesh
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আটক মির্জা ফখরুলসহ ৩ জনকে আমন্ত্রণ
ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সকালে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণ জানানো হয়। এসময় বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনটি চিঠি দিয়ে গিয়েছেন। বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর মধ্যে গত ২৯ অক্টোবর থেকে কারাগারে বন্দি আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।