জলপ্রপাত থেকে ‘আগুন’ ঝরছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসোমেতি ন্যাশনাল পার্কের ইয়োসোমেতি জলপ্রপাতে হঠাৎ আগুন। এই আগুন যেন ওপর থেকে নিচে চুয়ে চুয়ে পড়ছে। সেই আগুনে আশপাশও আলোকিত হয়ে গেছে। এমন দৃশ্যের জন্য এই জলপ্রপাতের নামই হয়ে গেছে ‘ইয়োসোমেতি ফায়ারফল’।
সম্প্রতি সেই জলপ্রপাতের একটি বিস্ময়কর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। মনোমুগ্ধকর এই দৃশ্য অবশ্য সেখানে বছরের সব সময় দেখা যায় না।
প্রতিবছর শীতের সময় বিকেলে ইয়োসোমেতি জলপ্রপাতে সূর্যের আলো পড়লে পানি এমন লাল আর কমলা রং ধারণ করে। এই দৃশ্য দেখতে সেখানে অবশ্য অনেক দর্শনার্থীও ভিড় করেন। জলপ্রপাতটি মনোমুগ্ধকর এবং অসাধারণ এমন প্রদর্শনীর জন্য বিখ্যাত।
জলপ্রপাতের নির্দিষ্ট সময়ের ওই ভিডিও সম্প্রতি এক ব্যক্তি ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘বিস্ময়কর দৃষ্টিভ্রম তৈরি করেছে ইয়োসোমেতি ফায়ারফল। প্রতিবছরের ফেব্রুয়ারিতে বিরল এই দৃশ্য দেখা যায়। অস্তগামী সূর্যের আলো যখন জলপ্রপাতের পেছনে পড়ে, তখন কমলা রঙের এমন দৃশ্য তৈরি হয়।’
২১ জানুয়ারি এই ভিডিও পোস্ট করা হয়। এর পর থেকে প্রায় ৯১ হাজার ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। এতে ‘লাইক’ দিয়েছেন ছয় শতাধিক ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মন্তব্যও করেছেন অনেকে। তাঁদের মন্তব্য থেকে বোঝা যায়, এই ভিডিও তাঁদের বিস্মিত ও চমৎকৃত করেছে। বেশির ভাগ মন্তব্যকারী ভিডিওটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকে এমন দৃশ্য স্বচক্ষে দেখার আগ্রহের কথাও বলেছেন।
একজন্য এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক এমন অবিশ্বাস্য অনেক প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। শ্বাসরুদ্ধকর এসব দৃশ্য কেবল এর সৌন্দর্যের দ্বার খুলে দেয়। বিশেষ করে আমরা যখন স্বচক্ষে এমন দৃশ্য দেখতে পারছি না, তাদের জন্য এটি অন্য রকম এক বিস্ময়।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ফিনিক্সের পূর্বে সুপারস্টিশন মাউনটেইনসে বছরে দুবার মাত্র কয়েক দিনের জন্য এমন বিস্ময়কর দৃশ্য দেখা যায়।’