International
ইতিহাসের এই দিনে: ইইউ থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। চলুন দেখি, ৩১ জানুয়ারি বিশ্বে কী কী বড় ঘটনা ঘটেছিল।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার নাম ব্রেক্সিট। যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকা নিয়ে ২০১৬ সালে গণভোট হয়। এতে যুক্তরাজ্যবাসী ব্রেক্সিটের পক্ষে ভোট দেন। বছর চারেক পর ২০২০ সালের ৩১ জানুয়ারি ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় যুক্তরাজ্য। ৪৭ বছর ইইউ-এর সদস্য ছিল যুক্তরাজ্য।