রোবট করেছে অস্ত্রোপচার, স্ত্রীর অন্ত্র হয়েছে ফুটো! ক্ষতিপূরণের দাবি স্বামীর
রোবটের মাধ্যমে অস্ত্রোপচার হয়েছিল। সেই অস্ত্রোপচারেই শরীরের ভিতরে অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল। দাবি, এর জেরেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির স্ত্রী। এর পর সার্জারি রোবট প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ওই ব্যক্তি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে আমেরিকায়। মার্কিন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
অস্ত্রোপচারের পর মৃত্যু হওয়া ওই মহিলার নাম সান্দ্রা সুলজার। এবং তার স্বামীর নাম হার্ভে সুলজার। সান্দ্রায় সম্প্রতি কোলন ক্যানসারের চিকিৎসা করাতে গিয়েছিলেন। ব্যাপ্টিস্ট হেলথ বোকা রাটন রিজিওনাল হাসপাতালে রোবোটিক সার্জারির করানো কথা বলা হয়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সেই রোবোটিক অস্ত্রোপচার হয়েছিল। দা ভিন্সি নামের রোবট সেই অস্ত্রোপচার করেছিল। তা করতে গিয়েই সান্দ্রার অন্ত্রে ফুটো হয়েছিল। এর জেরেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সান্দ্রার মৃত্যু হয়।
এই মৃত্যুর পরই রোবট প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা করেন হার্ভে। এ বছর ৬ ফেব্রুয়ারি তা দায়ের করেন হার্ভে। মানুষের থেকেও নিখুঁতভাবে অস্ত্রোপচারের জন্য বিজ্ঞাপন দিত ওই সংস্থা। বেশি কাটা-ছেঁড়া না করেই সফল অস্ত্রোপচারের কথা বলত। যদিও রোবটের মাধ্যমে অস্ত্রোপচারে আরও বেশ কিছু জনের বিভিন্ন রকম ক্ষতি হয়েছে বলে উল্লেখিত হয়েছে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
কিন্তু সার্জিক্যাল রোবট প্রস্তুতকারক ওই সংস্থা এই সব রিপোর্টের অধিকাংশই প্রকাশ্যে আনেনি বলে অভিযোগ। গাফিলতির অভিযোগে ওই সংস্থার থেকে ৭৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন হার্ভে। আদালত বিষয়টি নিয়ে কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।