বছরে ১৫ হাজার কোটি ডলার কর ফাঁকি দেন মার্কিন ধনীরা
যুক্তরাষ্ট্রের ধনী মানুষেরা বিপুল অঙ্কের কর ফাঁকি দেন বলে অভিযোগ করেছে দেশটির রাজস্ব বিভাগ। মার্কিন ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) তথ্যানুসারে, সে দেশের ধনী মানুষেরা প্রতিবছর ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার কর ফাঁকি দিচ্ছেন।
সিএনবিসির সংবাদে বলা হয়েছে, আইআরএস এবার কর ফাঁকি ধরতে ধনী ব্যক্তি, কোম্পানি ও অংশীদারদের ওপর চাড়াও হচ্ছে। যেসব করদাতার রিটার্ন অত্যন্ত জটিল প্রকৃতির, তাঁদের ধরতে আইআরএস বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার ড্যানি ওয়েরফেল। সব করদাতা যেন যৌক্তিক হারে কর দেন, তা নিশ্চিত করতে কর ফাঁকির প্রবণতা রোধ করতে চায় আইআরএস।
ড্যানি ওয়েরফেল আরও বলেন, কর ফাঁকি বা করের ব্যবধান বলতে যা বোঝায় তা হলো, মানুষের যে পরিমাণ কর দেওয়ার কথা এবং তাঁরা প্রকৃত অর্থে যে পরিমাণ কর দিচ্ছেন, তার ব্যবধান। সেই হিসাব করে দেখা গেছে, কর ফাঁকির পরিমাণ দাঁড়ায় ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার।
সাক্ষাৎকারে আইআরএস কমিশনার আরও বলেন, অনেক দিন ধরে তহবিলের অভাবে সংস্থায় কর্মী, প্রযুক্তি ও সম্পদের স্বল্পতা ছিল। জটিল প্রকৃতির রিটার্নগুলো নিরীক্ষা করতে যে পরিমাণ অর্থ, লোকবল ও প্রযুক্তি দরকার, তার অভাব ছিল। আইআরএসের পরিসংখ্যানে জানা যায়, যেসব করদাতার বার্ষিক আয় ১০ লাখ ডলারের বেশি, গত এক দশকে তাঁদের নিয়ে নিরীক্ষা কমেছে ৮০ শতাংশ। তবে যাঁদের বার্ষিক আয় ১০ লাখ ডলারের কম, তাঁদের জমা দেওয়া রিটার্নের নিরীক্ষা ৫০ শতাংশ বেড়েছে।
জটিল প্রকৃতির ফাইলের নিরীক্ষা করা আইআরএসের জন্য ক্রমেই আরও কঠিন হয়ে উঠছিল বলে মনে করেন ড্যানি ওয়েরফেল। তিনি বলেন, ন্যায্যতা নিশ্চিত করতে আরও বিনিয়োগ করতে হবে, যাতে বোঝা যায় ফাইলকারী জটিল হিসাব রিটার্ন দাখিল করেছেন, না সরল রিটার্ন। জটিল রিটার্ন যাঁরা দাখিল করেন, তাঁদের আইনজীবীসহ হিসাববিদ নিয়োগ দেওয়ার সক্ষমতা আছে। একই সঙ্গে আইআরএস এটাও নির্ধারণ করতে পারে যে কত টাকা পাওনা আছে। ওয়েরফেল বলেন, ‘আমাদের কাছে এটাই ন্যায্যতা।’
রিপাবলিকান পার্টির অনেক কংগ্রেস সদস্য আইআরএসের ক্ষমতায়ন ভালো চোখে দেখছেন না। তাঁরা বলছেন, নিরীক্ষার আওতা বাড়ানো হলে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হবে। তাঁরা মনে করেন, এতে বছরের পর বছর ধরে নিষ্ফলা তদন্ত হবে, এর বেশি কিছু নয়। এর মাধ্যমে যে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা আছে, তা পূরণ করা সম্ভব হবে না বলেই তাঁরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের কল্যাণে আইআরএস আট হাজার কোটি ডলারের সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা গত বছর দুই হাজার কোটি ডলার সহায়তা ফিরিয়ে নেওয়ার আরজিতে জিতেছেন। এখন তাঁরা আরও তহবিল হ্রাস করার জন্য চাপ দিচ্ছেন।
আইআরএস অবশ্য প্রাথমিকভাবে সফল হয়েছে বলে মনে করছে। মিলিয়নিয়ারদের কাছ থেকে অপরিশোধিত কর আদায়ের কর্মসূচি থেকে এই সফলতা এসেছে বলে তাঁরা দাবি করছেন। আইআরএস এমন ১ হাজার ৬০০ কোটিপতির তালিকা করেছে, যাঁরা অন্তত ২ লাখ ৫০ হাজার ডলার কর দেননি। এখন পর্যন্ত আইআরএস তাঁদের কাছ থেকে ৪৮ কোটি ডলার সংগ্রহ করেছে। ওয়েরফেল বলেছেন, এই প্রক্রিয়া এখনো চলছে।
আইআরএস কমিশনার আরও বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে তাঁর সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। কর ফাঁকি দেওয়া মানুষদের ধরতে এসব প্রযুক্তি কাজে আসবে। এআই দিয়ে কেবল যে কর ফাঁকি বের করা যায় তা নয়, যাঁরা নিয়মকানুন অনুসরণ করে কর দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করতেও এটি ব্যবহৃত হচ্ছে।
ড্যানি ওয়েরফেল বলেন, ‘ধরা যাক, নিরীক্ষার সব কাগজপত্র আমাদের সামনে টেবিলের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে, এ ক্ষেত্রে এআই নাইট ভিশন গগলসের মতো কাজ করে। কারা কর ফাঁকি দিচ্ছেন বা কাদের বেলায় কর ফাঁকি দেওয়ার ঝুঁকি কম, তা চিহ্নিত করতে এই নাইটভিশন গগলস কাজে লাগে। এই প্রযুক্তির জন্য বিপুল অর্থ প্রয়োজন।’
I really like what you guys are usually up too. Such clever work and coverage!
Keep up the fantastic works guys I’ve added you guys to blogroll.
Check out my web-site: vpn special
Hello, all the time i used to check blog posts here early in the daylight,
as i like to find out more and more.
Feel free to visit my webpage … vpn special coupon code 2024 – vpnspecialcouponcode.wordpress.com –
You really make it seem so easy along with your presentation but I in finding this topic to be actually something which I think I might by no
means understand. It sort of feels too complicated and extremely huge for
me. I’m having what is a vpn look ahead
to your subsequent post, I will attempt to
get the cling of it!
What’s up every one, here every one is sharing these experience, thus it’s
pleasant to read this blog, and I used to visit this
web site daily.
Here is my blog … vpn coupon
Great article! That is the type of information that are meant to be shared across the net.
Disgrace on Google for no longer positioning this post upper!
Come on over and consult with my web site . Thank you
=)
my blog post … vpn coupon ucecf
Somebody essentially help to make significantly posts I’d
state. That is the first time I frequented your web page and thus far?
I surprised with the research you made to make this particular submit incredible.
Magnificent process!
Also visit my webpage facebook vs eharmony
Hi there everyone, it’s my first pay a visit at this website, and piece
of writing is really fruitful in support of me, keep up
posting these posts.
Here is my page :: eharmony special coupon code 2024
It is the best time to make some plans for the future and it is time to be happy.
I have read this post and if I could I desire to suggest
you few fascinating things or suggestions. Perhaps you can write subsequent
articles referring to this article. I desire to learn even more issues approximately it!
My web blog – nordvpn special coupon code