International
ফিলিপাইনকে ঘুঁটি হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের, ফিলিপাইনকে ঘুঁটি হিসেবে ব্যবহার না করা আর ম্যানিলাকে, ওয়াশিংটনের করুণার মধ্যে না থাকার তাগিদ দেয় চীন।
বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।
মুখপাত্র প্রশ্ন তোলেন, এবার ফিলিপাইন ও চীনের জাহাজে ধাক্কার ঘটনায় কে উস্কানি দিয়েছে? কে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে? তা স্পষ্ট দেখা যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এ সত্যতা অগ্রাহ্য করে চীনের আইনগত ও যৌক্তিক অভিযানের বিরুদ্ধে অভিযোগ করে এবং ফিলিপাইনকে সমর্থন করে। বেইজিং এর দৃঢ় বিরোধিতা করে বলে জানান মাও নিং।