কারিগরি ত্রুটি, মূল্যসূচক দেখা যাচ্ছে না ডিএসইতে
শেয়ার কেনাবেচা স্বাভাবিকভাবে চললেও কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক দেখা যাচ্ছে না। ফলে সূচকের উঠানামা দেখা ছাড়াই শেয়ার কেনাবেচা করছেন বিনিয়োগকারীরা। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় দিনে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই দেখা যায়, গত বৃহস্পতিবার দিনে লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স যা ছিল, তার পুরোটাই কমে গেছে। বাস্তব কারণে এমনটি হওয়ার সুযোগ নেই। গত বৃহস্পতিবার দিনে লেনদেন শেষে সুযোগটির অবস্থান ছিল ৬১৭২.৭৬ পয়েন্টে। এই অস্বাভাবিক পরিবর্তন দেখে ডিএসই কর্তৃপক্ষ ওয়েবসাইটে ঘোষণা দিয়ে জানায়, কারিগরি ত্রুটির কারণে এমনটি হচ্ছে। তবে লেনদেন স্বাভাবিকভাবেই চলছে।
বিনিয়োগকারীদের এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানায় কর্তৃপক্ষ। জানতে চাইলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান বলেন, আজ দুপুর আড়াইটায় লেনদেন শেষ হওয়ার আগে সুযোগ গণনার ত্রুটি সারানোর সম্ভাবনা কম। লেনদেন শেষ হলে ত্রুটি সংশোধন করে সূচক কতটা বাড়ল বা কমলো, তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দুপুর পৌনে ১২টায় ডিএসইর লেনদেন পর্যবেক্ষণ করে দেখা যায়, এ সময় ১৪৩ কোম্পানির শেয়ারও মিউচুয়াল ফান্ড বেশি দরে কেনাবেচা হচ্ছিল। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১৮৮টি। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৬২ শেয়ার। এ সময় পর্যন্ত ২৭৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হতে দেখা গেছে। দুপুর আড়াইটা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।