International

দুর্নীতি এড়াতে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা পাকিস্তানের

ঋণ কর্মসূচির অধীনে চূড়ান্ত অংশের জন্য পাকিস্তান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আজ। 

এ আলোচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের ওপর আলোকপাত করা হবে। 

দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা বাড়ানোর জন্য নতুন প্লাস্টিকের মুদ্রার নোট চালু করার পরিকল্পনা করছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। আজকের আলোচনায় এই পরিকল্পনার বিষয়টিও আইএমএফ প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করা হবে। খবর সামা টিভির।

বৈঠকে আইএফের সফররত প্রতিনিধিদলকে আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ও এফবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ ছাড়া জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের অধীনে প্রতিবেদন প্রকাশের অগ্রগতিও এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। 

আইএমএফ প্রতিনিধিরা পাকিস্তানকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এবং অন্যান্য সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণের জন্য একটি ব্যাপক পরিকল্পনা উপস্থাপন করার জন্য অনুরোধ করেছে। 

সূত্র জানিয়েছে, বৈঠকে আইএমএফ দলকে বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণের উদ্দেশ্যে ব্যাংক ও সরকারের মধ্যে ঋণের শর্তাবলি সম্পর্কেও অবহিত করা হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button