নারী সমাজকে সাবলম্বী করতে মিশিগানে ঈদ বাজারে উপচে পড়া ক্রেতা
প্রবাস জীবনে গৃহিণী, স্টুডেন্ট বা ভিজিটররা ঘরে বসে থাকলে আর হবে না,বরং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির ছোয়ায় নারীদেরকে আর্থিকভাবে সাবলম্বী করে গড়ে তোলা ও উৎসাহ সৃষ্টির অভিপ্রায় নিয়ে প্রতিবছরের মতো এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য মিশিগানে অনুষ্ঠিত হলো এক জাকজমকপূর্ন ঈদ বাজার।
আসছে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে মিশিগানের সফল নারী উদ্যোক্তা নুসরাত মতিন, পুস্প রাণী ও লিজু চৌধুরীর আয়োজনে গত শনি ও রবিবার (২৩-২৪ মার্চ-২০২৪ইং) দু’দিন ব্যাপী ওই মেলা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট রাজ্যের হেমট্টামিক সিটির গেটস অব কলম্বাস বানগেট হলে। এতে বাহারী পোষাকের সমারোহ ঘটে। শত ডিজাইনের শাড়ী, থ্রি পিচ, ব্লেয়াউজ, পেটিকোট, ওড়না, লেহেঙ্গা এমনকি মহিলাদের পার্সনাল আরো কয়েক ধরনের আইটেম সহ পুরুষদের পান্জাবী আর স্বর্ণালংকারে প্রতিটি স্টল ছিল ভরপুর। ছিল উপচে পড়া নারী-পুরুষ ক্রেতাদের ভীড়।সারাদিন স্ব স্ব কর্মস্থলে কাজ সম্পাদন ও রোজা রাখার মাঝে এবং ইফতারের পরেও এই বাজারে প্রবাসী বাংলাদেশী আর ভিনদেশীয়দের পদচারণা এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা ঘটে। যা আসছে ঈদুল ফিতর কে যেমন আনন্দময় করার ক্ষেত্রে প্রতিটি প্রবাসীর মনের গভীরে নতুন উৎসাহের সৃষ্টি করে তেমনি বাজারে উদ্যোক্তা ও অংশ নেয়া গৃহিনী-স্টুডেন্টদেরকে আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার অনুপ্রেরণা যোগায়। মেলার দু’দিনেই ওইসব সামগ্রী বিক্রি হয় দেদারছে। মেলায় উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন,নারী উদ্যোক্তাদের অন্যতম কর্নধার ভায়োলেন্সের শারমীন তারিন সহ কমিউনিটির নানান ব্যক্তিবর্গ।
মেলার সংশ্লিষ্ট আয়োজকগণ জনকণ্ঠের এ প্রতিবেদককে জানিয়েছেন,প্রবাসী বাংলাদেশীদের জন্য এমন আয়োজন অব্যাহত রাখতে পবিত্র ঈদুল আজহার আগেও আরো একটি আকর্ষণীয় মেলা উপহার দেবেন তারা। মূলত তারা চান নারীরা তথ্য প্রযুক্তি কে আরো বেশী করে আকড়ে ধরুক এবং আর্থিক ভাবে সাবলম্বী হয়ে পরিবার ও নিজের ভবিষ্যতে অবদান রেখে তরুণ প্রজন্মের কাছে এহেন বার্তা পৌছে দিক।
এদিকে আকর্ষণীয় ওই মেলাটি স্পন্সর করেছে, মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী নাসির সবুজ, সাহিদা সাদেক, দেশ প্রপার্টির কর্ণধার টিপু তালুকদার, বেস্ট চয়েজ ইন্সুইরেন্স কোম্পানীর কর্ণধার শিপু জায়গিরদার, মর্গেজ কনসুলটেন্ট সানি জায়গিরদার, ল কস্ট কনফোর্ট এইচভিএসি, আরটুএম রিয়েলেটি, আরটিদিকোর।