International
তুরস্কে নাইটক্লাবে আগুন; নিহত অন্তত ২৭
ইমামোগ্লু বলেন, দিনের বেলা সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন নিহত এবং ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
মেয়র একরেম ইমামোগ্লু আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহরের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।